চাঁদপুরের জনপ্রিয় কণ্ঠ শিল্পী তাহমিনা হারুনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক ও জেলা স্কাউট সম্পাদক অজয় ভৌমিক। তিনি শোকবার্তায় বলেন তাহমিনা হারুন সত্যি এক প্রতিভাবান কণ্ঠ শিল্পীর নাম। তাকে আমি নিজ হাতে শিল্পকলায় এনেছি। সে সুনামের সাথে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের মুখ উজ্জল করে রেখেছিল।আজ সে আমাদের সবাইকে শোকের সাগরে ভাসি চলে গেছে না ফেরার দেশে। তাহমিনা হারুনের পরিবারকে যেন এ শোক সইবার শক্তি মহান সৃস্টি কর্তা দান করেন এ প্রত্যাশা করি। স্বরলিপি নাট্য গোষ্ঠীর চাঁদপুরের সকলের প্রিয় কণ্ঠ শিল্পী তাহমিনা হারুনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর স্বরলিপি নাট্য গোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবু ও সাধারন সম্পাদক শেখ আল মামুন। এক শোকবার্তায় তারা বলেন তাহমিনা হারুন চাঁদপুর বাসীর কাছে একজন গুণি কণ্ঠ শিল্পীছিলেন। তিনি সর্বদাই হাস্যজ্জল ছিলেন। আজ তিনি আমাদের সবাইকে শোকের ভাসি চলে গেছে না ফেরার দেশে। তাহমিনা হারুনের পরিবারকে মহান সৃস্টি কর্তা শোক সইবার শক্তি দান করেন।