লেখক: কবি ও সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ।
মায়ের ভাষা মাতৃভাষা স্রষ্টার সেরা দান,
মাতৃভাষায় গেয়েছেন গায়ক সাধকেরা গান।
রবি নজরুল লালন বাংলায় চিরকাল অম্লান,তাদের কবিতা গান সাহিত্যে ভাষা পেয়েছে প্রাণ।
মাতৃভাষা কাড়তে চেয়েছিল পাকিস্তান,
ভাষা শহীদদের স্মরণে গাইবো একুশের গান।
উর্দূ ছেড়ে বাংলাকে রাষ্ট্রভাষায় দিতে প্রাণ,
রফিক জব্বার সালাম বরকত দিলেন তাজ প্রাণ।
বাঙ্গালি বাংলাতে হও আগুয়ান,
হিন্দী উর্দূ ছেড়ে বাংলায় গাও গজল-গান।
মায়ের ভাষায় দীন-দুনিয়ার শেখ জ্ঞান, ইংরাজীতে মাস্টার্স জানিনা বাংলা ব্যাকরণ।
দোহায় মার্তৃভাষা বাংলার করনা অপমান, প্রতিবছর একুশ আসে করতে স্মরণ,
ভাষা শহীদদের কভু হননি মরণ,
বীর বাঙ্গালী চিরকাল তাদের করবে স্মরণ।