রবিবার(২০ ফ্রেরুয়ারী) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শহরের কারুপণ্য কুশ নিকেতনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, ঠাকুরগাঁও সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থী কামরুল ইসলাম রুবায়েত, নজমুল হুদা শাহ এ্যাপোলো, চন্দনা ঘোষ, আঞ্জুমান আরা মুক্তা, মাহফুজা লিপি, শাহানাজ বেগম পারুল, মঞ্জিরা চৌধুরী পিয়া, আতাউর রহমান।
বক্তারা অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্ন ক্ষেত্রে সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানায়।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জেলা শহরের ১০০ জন অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।