বিনোদন ডেস্ক |
ইরফান খানের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এতে পুলিশ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘ভিড়ে দি ওয়েডিং’খ্যাত এই অভিনেত্রীকে।
সিনেমাটিতে কারিনার অভিনয় করার বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও, ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক দিনেশ ভাইজান।
তিনি বলেন, কারিনা আমাদের ফ্র্যাঞ্চাইজির দারুণ সংযোজনা। তিনি ‘আংরেজি মিডিয়াম’র গুরুত্বপূর্ণ একটি অংশ হয়েছেন, সে জন্য আমি বেশ আনন্দিত।
সিনেমাটিতে কারিনার চরিত্র সম্পর্কে দিনেশ ভাইজান জানান, পুলিশ হিসেবে দর্শক কারিনাকে দেখতে পাবেন, এর আগে এই ধরণের চরিত্র তিনি করেননি। চলতি বছর জুনে সিনেমাটির শুটিং হবে লন্ডনে।
হোমি অ্যাডজানিয়া পরিচালিত ‘আংরেজি মিডিয়াম’ ২০১৭ সালের সুপারহিট সিনেমা ‘হিন্দি মিডিয়াম’র সিক্যুয়েল। এতে মিষ্টি দোকানদার চম্পক জি’র চরিত্রে ইরফান খান অভিনয় করছেন। অভিনেত্রী রাধিকা মাদান তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে ভারতের উদয়পুরে সিনেমাটির শুটিং চলছে।