মানিক দাস // করোনা মহামারিতে কর্মহীন মানুষ ও পবিত্র মাহে রমজান কে সামনে রেখে ২ হাজার ৫ শ দুস্হ অসহায় মানুষের মাঝে দানবীর হাজী কাউস মিয়ার দেয়া জাকাতের চাল বিতরন করা হয়েছে। গত ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি, কল্যাণপুর ইউনিয়নের মেঘনা নদীর পার সংলহ্ন বসবাস কারি সফরমালি, আনন্দবাজার এলাকার মানুষের মাঁঝেচাল বিতরন করা হয়।
তাছারা পৌর এলাকার বিষ্ণুদি এলাকার অসহায় মানুষের মাঝে চাল বিতরন করা হয়।এ সময় উপস্হিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস,৮ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডঃ হেলাল হুসাইন, হাজী কাউস মিয়ার চাঁদপুরের প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন দর্জি, পৌর আওয়ামীলীগ সাংহঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, আঃ রাজ্জাক মোল্লা, তসলিম বেপারী সহ আরো অনেকে।