মানিক দাস //
দুর্গা পুজোর ঠিক পরেই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় সনাতনিদের গৃহে । এটি কোজাগরী লক্ষ্মীর নামে খ্যাত। লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তাই, ধন-সম্পদ, বৈভবের আশায় এবং পরিবারের মঙ্গল কামনায় এ দিন ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পুজো করা হয়ে থাকে।
চলতি বছরের কোজাগরী লক্ষ্মীপুজা অনুষ্ঠিত হবে দু দিনে। আজ ১৬ অক্টোবর বুধবার। বাংলা পঞ্জিকা অনুসারে ২৯ আশ্বিন, ১৪৩১। পূর্ণিমা শুরু হবে রাত ৮ টা ১২ সেকেন্ড হতে।পর দিন অর্থাত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৪৭ মিনিটে পূর্ণিমা শেষ হবে। যার ফলে এবছর বুধ ও বৃহস্পতিবার দুদিনে কোজাগরী লক্ষ্মীপুজা অনুষ্ঠিত হবে।
আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজা। এ পূজার গুরুত্ব একটু আলাদা। ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ-বন্ধক – জাগর’ থেকে। ‘কঃ’ মানে কে, আর ‘জাগর’ শব্দের অর্থ হল ‘জেগে আছ’। দু’য়ে মিলে দাঁড়ায় ‘কে জেগে আছ?’ কোজাগরী লক্ষ্মী পুজায় রাত্রি জাগরণের নিয়ম রয়েছে।
কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন দেবী লক্ষ্মী। ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। যে ভক্ত রাত জেগে দেবীর আরাধনা করেন, তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করেন তিনি। তাঁর ঘর ভরে ওঠে ধন-সম্পদে। তাই ভক্তরা কোজাগরী পূর্ণিমায় সারা রাত জেগে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য। এই দিন সন্ধ্যাবেলা থেকেই বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। শাস্ত্র মতে লক্ষ্মীর আসার সময় যে গৃহের দরজা বন্ধ থাকে ও যে বাড়ির গৃহস্থরা ঘুমিয়ে থাকেন সেখান থেকে তিনি মুখ ফিরিয়ে নেন দেবী।
চাঁদপুর শহরের প্রতিটি সনাতনীর গৃহে আয়োজন করা হয়েছে এ লক্ষ্মী পূজার। তাইতো সবাই নারু, সন্দেস, পিঠি, পায়েস তৈরি করছে কিছু দিন ধরে। আজ সকাল থেকে নারীরা উপবাস থেকে লক্ষ্মী মায়ের পূজার জন্য কাজ করবে। তার রাতে পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস ব্রত পালন করে যাবে। তেমনি পরদিন ও যারা লক্ষ্মী পূজা করবে তারা ও উপবাস ব্রত পালন করে যাবে।তাইতো পূজা করতে ভক্তরা চাঁদপুর শহরের শ্রী শ্রী কালিবাড়ি মন্দির থেকে লক্ষ্মী প্রতিমা কিনতে ভীড় জমিয়েছে।