স্পোর্স ডেক্স: দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তবে গত বছর তাকে ছাড়িয়ে যান লিওনেল মেসি। এ কারণে বাতিস্তুতা মেসির ওপর অসন্তুষ্ট হলেও তৃপ্ত এই আর্জেন্টাইন কিংবদন্তির। বাতিস্তুতা বলেন আমি আশা করি অবসর নেয়ার আগে বার্সেলোনা সুপারস্টার তার চেয়ে দ্বিগুণ গোল করবেন ।
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত ৭৭টি ম্যাচ খেলে ৫৪ গোল করেন বাতিস্তুতা। গত বছর কোপা আমেরিকা চলাকালীন সময় মেসির গোলসংখ্যা ছাড়িয়ে গেছে তার থেকেও বেশী ।
এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাতিস্তুতা বলেন, মেসি আমার রেকর্ড ভেঙে দেয়ায় আমি কি অসন্তুষ্ট? হ্যাঁ, কিছুটা। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গর্ব করার মতো ছিল বলে জানান বাতিস্তুতা, এটি এমন এক মুকুট যেটি আমার দখলে ছিল। এটি খুব ছোট ব্যাপার নয়।