স্টাফ রিপোর্টার// আর জেড নাজিরা কমপ্লেক্সের আনুষ্ঠানিক ভাবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর রোববার দুপুর ১২ টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্তর রোডস্হ পূরবী কমপ্লেক্সের বিপরীত দিকে
অবস্থিত আর জেড নাজিরা কমপ্লেক্সের কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্হিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, আর জেড নাজিরা কমপ্লেক্স প্রোপাইটর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমেদ বেপারী, জমিদাতা আসিফ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এম এ মবিন জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিশান, কিরন ভূইয়া, মনির হোসেন, ইয়াসিন, আনোয়ার, দাদন, তাপস, শাহাদাত।