মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে ভোক্তা অধিকার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ  অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ৭০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে ২টা পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ১১তম বার্ষিকী ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল বিচার-সংস্কার-নির্বাচন এই তিনটি বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ—-শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন  শাহরাস্তিতে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু *শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ, ৭ মাসের অন্তঃসত্ত্বা!* চাঁদপুরে  ভোক্তা অধিকারের অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। ঢাকা তিতুমীর কলেজস্হ  ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে আগামীর নতুন বাংলাদেশ বিনিমানে বাসি তারেক রহমানের নেতৃত্বের সারথী হতে ঐক্যবদ্ধ রয়েছে — মোস্তফা খান সফরী চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল নগর সমম্বয় কমিটির সভা  ঈদের আগেই পুরান বাজার ৩টি সড়কের কাজ সমাপ্ত করা  হবে,,,পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার

আর মাত্র ১৪ দিন পর স্বরসতি পূজা চাঁদপুরে পাড়া মহল্লায় চলছে পূজার প্রস্তুতি

  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১ বার পঠিত হয়েছে

মানিক দাস, চাঁদপুর ॥ হিন্দু সম্প্রদায়ের বিদ্যার্চনায় স্বরসতি পূজার প্রস্তুতি চাঁদপুর শহরে পুরোদমে চলছে। আগামী ১৬ ফেব্রুয়ারী হিন্দু সম্প্রদায়ের বিদ্যার্চনায় স্বরসতি পূজা অনুষ্ঠিত হবে।পূজার বাকি মাত্র ১৪ দিন। সেইলক্ষ্যে শহরের কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া ও পুরান বাজার হরিসভা মন্দিরে ফরিদপুরের পাল বংশিয় সম্প্রদায়ের জীবন পাল ও গবিন্দ পালসহ অন্যান্য কারিগর দিন রাত পরিশ্রম করে স্বরসতী প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন।

গত ২০/ ২৫ দিন ধরে জীবন পাল শহরের গোপাল জিউর আখড়া মন্দির ও পুরান বাজার হরিসভা মন্দিরে ও গবিন্দ পাল শহরের নতুন বাজার শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে স্বরসতির প্রতিমূর্তি তৈরী করছে।এখনো পূজার আয়োজকদের দেওয়া ক্যাটালপ মতো খরকুটা, বাঁশ,আঠালো কাঁচা মাটির প্রলেপ দিয়ে স্বরসতির কাঠামো তৈরি করতে ব্যস্হ সময় পার করছে। স্বরসতি পূজার আর মাত্র বাকী ১৪ দিন। এ কদিনের মধ্যে প্রায় কয়েকশ প্রতিমা তৈরি করতে হবে, সে জন্য জীবন পাল ও গবিন্দ পাল কারিগর নিয়ে দিন রাত পরিশ্রম করে স্বরসতি প্রতিমার কাজ করে যাচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ স্বরসতিকে বিদ্যার দেবী হিসেবে গননা করে থাকেন। সেই লক্ষে পাড়া মহল্লায়, মন্দিরে ও বিদ্যালয় গুলোতে পূজা করে থাকেন। শিক্ষার্থীরা তাদের স্ব স্ব শিক্ষা নিকেতন গুলোতে ও স্বরসতি পূজার প্রস্তুতি নিয়েছে। যুবসমাজ সবচেয়ে বেশি আনন্দঘন পরিবেশে স্বরসতি পূজার আয়োজন করে থাকে।ইতিমধ্যে শহর ঘুরে দেখা যায় পাড়া মহল্লায় স্বরসতি পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। ডেকোরেটর ভাড়া করে প্যান্ডেল তৈরবর কাজ করে যাচ্ছে।তারা নিজস্ব ডিজাইন দেখিয়ে প্রতিমা তৈরির কাজ করাচ্ছেন। যার যার মতো করে পূজার আয়োজক যুব সমাজ প্যান্ডেল সাজ সজ্জা করাচ্ছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com