সজীব খানঃ মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় আশিকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে চাঁদপুর মডেল থানার এস আই মোঃ রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিট পুলিশিংয়ের সভাপতি নাজিম উদ্দিন মোঃ জিলান, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, ইউপি সদস্য দুলাল মাল, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল। এ সময় আশিকাটি ইউপি সদস্য আলমগীর খান, বিল্লাল হোসেন মাল, মহিলা সদস্য আয়শা বেগম, বাবুরহাট বাজার ব্যবাসায়ী মোহনা এন্টারপ্রাইজের স্বত্যাধীকারী মোঃ জসিম উদ্দিন মাল, বাবুরহাট বাজার পরিচালনা কমিটির সদস্য মেহেদী হাসান মালসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানুষ উপস্থিত ছিলেন।