আলমাস হোসেন :
সাভারের আশুলিয়া থেকে গরুভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি হওয়া ৩২ লাখ টাকা মূল্যের ২১টি গরুর মধ্যে উদ্ধার হয়েছ ৭টি গরু। জব্দ করা হয়েছে লুন্ঠিত ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত আরো একটি পিকআপ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে দুটি ট্রাক ও ৭টি গরুসহ ছয় ডাকাত গ্রেপ্তারের বিষয়টি জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির।
এর আগে গত ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় খালি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।
এঘটনায় থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাত শনাক্ত করে মঙ্গলবার (২৯অক্টোবর) রাতে আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে প্রথমে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ,গাজীপুর ও টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় আরো ৪ ডাকাত সদস্যকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত ২১টি গরুর মধ্যে ৭টি গরু উদ্ধার করা হয় পাশাপাশি লুন্ঠিত ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরো একটি পিকআপ জব্দ করা হয়। তবে ডাকাত দলের সর্দার পলাশ এখনো পলাতক রয়েছ।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বেলুটিয়া গ্রামের করিম মোল্লা আওয়াল বেপারীর ছেলে মো.তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), একই গ্রামের আফজাল শেখের ছেলে মো.কুরবান আলী (২৫), সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০),একই এলাকার তারুটিয়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে শহিদুল (৩৬),ঢাকা জেলা আশুলিয়া থানা কলতাসূতি বাড়ল এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব(২১) সহ একই এলাকার টিটু মিয়ার ছেলে শিবলু(২০)।
গরুর মালিক শহিদুল এনাম রাশেল বলেন, গত ২৮অক্টোবর রাজশাহী সিটি হাট থেকে প্রায় ৩২লাখ টাকায় ২১টি গুরু কিনে ট্রাক যোগে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলাম। এসময় আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে গরুসহ ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। এমন ডাকাতির ঘটনা ঘটলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা সবাই আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। লুন্ঠিত বাকী গরু উদ্ধারসহ চক্রের মুলহোতা ডাকত সর্দার পলাশকে গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্যের স্বার্থে গ্রেপ্তারকৃতদের দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির সাথে জড়িত অন্যান্য ডাকাত গ্রেপ্তার ও লুষ্ঠিত অবশিষ্ট গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।