আলমাস হোসেনঃ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যখন আবাসিক গ্যাসের তীব্র সংকট চলছে, ঠিক তখন শিল্পাঞ্চল আশুলিয়ায় নতুন করে গ্যাসের অবৈধ সংযোগ স্থাপনের কাজ শুরু করেছে কয়েকটি চক্র। চার বছর আগে এখানে অবৈধ গ্যাস সংযোগের ব্যবসা শুরু হলেও মাঝখানে কিছুদিন এটা বন্ধ ছিল। অবৈধ গ্যাস সংযোগের অবাধ বিতরণ যেনো থামছেইনা। গুটি কয়েক ব্যক্তি আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
মূলত সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য জাকির মন্ডলের নেতৃত্বে স্থানীয় একটি দালাল চক্র এই অবৈধ গ্যাস সংযোগের বিতরণ করেই চলেছে। আশুলিয়ার দুর্গাপুরের ছয়তলা থেকে শুরু করে জৌহর চান্দা, সদরপুর সহ বেশ কয়েকটি এলাকায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই চক্রের সদস্যরা প্রায় দুই হাজার পরিবারকে রাতের আঁধারে দাফায় দফায় এনে দিয়েছেন অবৈধ গ্যাস সংযোগ। স্থানীয় এই দালাল চক্রটির বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের হলেও থেমে নেই তাদের কার্যক্রম।
সরেজমিন অনুসন্ধানে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আশুলিয়ার দুর্গাপুর-কাঠগড়া এলাকার প্রায় ৯০ শতাংশ পরিবার অবৈধ গ্যাসের অবাধ ব্যবহার করেই চলেছেন। আশুলিয়ার দুর্গাপুরের ইউসুফ মন্ডলের ছেলে জাকির মন্ডলের (মেম্বার) নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা জসিম মন্ডল, সফু মন্ডল, গিয়াস উদ্দিন, আলম জামাই, হাজী মান্নান মিয়া, সেলিম মিয়া, ইলিয়াস ও আনোয়ার মিলে আয়নাল কন্ট্রাক্টরের মাধ্যমে বিএনপি অধ্যুসিত এলাকা হিসেবে পরিচিত দুর্গাপুরের ছয়তলা থেকে শুরু করে জৌহর চান্দা, সদরপুরসহ বেশ কয়েকটি গ্রামে কয়েক দফায় প্রায় দুই হাজার পরিবারকে এনে দিয়েছেন তিতাস গ্যাসের অবৈধ সংযোগ।
সর্ব প্রথম গত চার বছর আগে কাঠগড়া-দুর্গাপুর এলাকায় রাইজার প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে অবৈধ সংযোগ এনে দেয় চক্রটি। পরবর্তীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ওই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয় এবং জাকির মেম্বারসহ দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। তার কিছুদিন যেতে না যেতেই রাইজার প্রতি ২০ হাজার টাকা করে উত্তোলন করে জাকির মেম্বারের নেতৃত্বে পুনঃরায় সংযোগ প্রদান করেন।
গতবছরের রোজার সময় আবারও সেই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিতাস কর্তৃপক্ষ। সেসময় জাকির মেম্বার, আনোয়ার, সফু মন্ডল, আওলাদ বেপারী, রফিকদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় আরও একটি মামলা দায়ের করেন তিতাস কর্তৃপক্ষ।
এরপর তৃতীয় দফায় দালাল চক্রটি আবারও সংযোগ স্থাপন করলে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েমের নেতৃত্বে গত ১৭ ও ১৮ জুলাই আশুলিয়া থানা পুলিশকে সাথে নিয়ে ওই এলাকার সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংযোগ বিচ্ছিন্ন হতে না হতেই মাত্র ১০ দিনের ব্যবধানে জাকির মেম্বারের নেতৃত্বে পুনঃরায় রাইজার প্রতি ১০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে গত ২৭ জুলাই ২০১৯ইং রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে দালাল চক্রটি, যা এখনো বিদ্যমান রয়েছে।
জানা যায়, জাকির মেম্বারের নেতৃত্বে দালাল চক্রটি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত না হয়েও নিজেদের আখের গোছাতে ও পিঠ বাঁচাতে জয় বাংলা শ্লোগান কে ধারণ করে আছে। এভাবে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় আধিপত্য বিস্তারসহ নিরীহ-দরিদ্র মানুষদের কে বিচারের নামে প্রহসন, হত্যা চেষ্টা, ধর্ষণ সহ স্পর্শকাতর বিভিন্ন বিষয়ে আইনের তোয়াক্কা না করে মনগড়া বিচার করে একতরফা রায় দিয়ে থাকেন। আর এসকল বিচারে উভয় পক্ষ থেকে জরিমানার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিজেরাই ভাগ-বাটোয়ারা করে নেন বলেও জানান এলাকাবাসী। এছাড়াও জাকির মেম্বারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-, জমি জখলসহ রয়েছে নানা অভিযোগ।
এসকল অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য জাকির মন্ডল বিষয়গুলো অস্বীকার করে দ্রুত মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার কল দেয়া হলেও জাকির মন্ডল রিসিভ করেননি। অন্যদিকে জসিম মন্ডলসহ অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা কল রিসিভ করেননি।
দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিতরণ করে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া জাকির মন্ডল ও তার সহযোগীরা ব্যক্তিগত সুবিধা নিয়ে সরকারী সম্পদের এরুপ অপব্যয় করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (জুবিঅ) ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম জানান, আশুলিয়ার দুর্গাপুরে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে বিচ্ছিন্ন করে দেয়া অবৈধ গ্যাস পুনঃরায় সংযোগ দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমরা সাভার-আশুলিয়া অঞ্চলে নিয়মিত ভাবে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করে যাচ্ছি। শীঘ্রই এসকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ দাতাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ এবার মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।