শুক্রবার (১৩ জুন) বিকালে শহরের বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনায় গিয়ে দেখাগেছে হাজার হাজার দর্শনার্থী। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী লোকজন এসেছেন বিনোদনের জন্য।
এবারের ঈদে ডাকাতিয়া নদীতে দেখাগেছে ট্রলার করে অনেকে ঘুরছেন। ডাকাতিয়া নদীর মোলহেড এলাকায় রয়েছে ৮-১০টি স্পীড বোট। এগুলো দিয়ে অনেকে মোহনায় ঘুরতে দেখা যায়। এছাড়াও ট্রলার দিয়ে জনপ্রতি ৫০টাকা করে মোহনা এলাকায় নদীতে ঘুরে বেড়াচ্ছেন। এসব দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে গড়ে উঠা মোলহেড বেশ কয়েকবার দর্শনার্থীদের জন্য সংস্কার করা হয়েছে। কিছুদিন আগেও চাঁদপুর পৌরসভা ও রেলওয়ের কতৃপক্ষ যৌথ ভাবে অভিযান পরিচালনা করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উঠিয়ে দেয়া হয়েছে। যে কারণে দর্শনার্থীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ঘুরতে এসে। তবে অস্থায়ীভাবে অনেক হকার ওই স্থানে বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করতে দেখাগেছে।
ফেণী জেলা থেকে ঘুরতে আসা পার্থ সরকার বলেন, পরিবারের সদস্যদের নিয়ে কাজে এসেছেন চাঁদপুরে। তিন নদীর মোহনার চিত্র খুবই চমৎকার। যে কারণে কিছুটা সময় নদীর কাছে বসে কাটিয়েছেন।
পাশের লক্ষীপুর জেলা থেকে তিন নদীর মোহনায় ঘুরতে এসেছেন জনি হোসেন ও রিফাত হোসেন রায়হান। তারা বলেন, তিন নদীর মোহনার দৃশ্য খুবই চমৎকার। অনেকেই দেখলাম এখানে এসেছেন ঈদের সময় কাটাতে। আমরাও বেশ কয়েকজন বন্ধু মিলে বাইক নিয়ে এসেছি।
শহরের নতুন বাজার এলাকা থেকে ঘুরতে আসা মেহেদী হাসান বলেন, মুক্ত বাতাসে নদী এলাকায় ঘুরার জন্য এবং কিছু সময় বসে কাটানোর জন্য তিন নদীর মোহনায় খুবই মনোরম পরিবেশ। ঈদের সময় আজকে বহু লোকজন এখানে এসেছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল বলেন, ঈদ ও উৎসবে তিন নদীর মোহনায় দর্শনার্থীদের ভীড় থাকে। যে কারণে নৌ পুলিশ এই স্থানে সকাল থেকে রাত পর্যন্ত নৌ পুলিশ দায়িত্ব পালন করে।