সুমন আহমেদ :
আধুনিক মতলবের রূপকার সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত গণ সংবর্ধনাকে সফল করার লক্ষ্যে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্বে ও কাজী শরীফের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এইচএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সামসুল হক চৌধুরী বাবুল, আ’লীগ হাবিবুর রহমান হাফিজ তপাদার, হাসান মোর্শেদ চৌধুরী আহারসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গনসংবর্ধনাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।