গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ষাটনল ইউনিয়নের ষাটনল পর্যটনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শরীফ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আশিকুর রেজা মোহন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম গোলাম নবী খোকন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এর এসিস্টেন্ট ডাইরেক্টর মোঃ বিল্লাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, গজরা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার মতলব প্রতিনিধি মোঃ শেখ ওমর ফারুক,উদিয়মান সাংবাদিক মায়াজ ও নওফেল সহ ২০০৯ ব্যাচ ও ২০১১ ব্যাচ এর অন্যান্য শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।