বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
নাগরিক সেবা বৃদ্ধির জন্যে পৌরসভার আয় বাড়ানোর বিকল্প নেই’ চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা ফরিদগঞ্জে সেনাবাহিনীর অবঃ সার্জেন্টর   স্ত্রীর-মেয়ের বিষপান//  মেয়ের মৃত্যু চাঁদপুরে আদালতে মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে চাঁদপুরের ১৭ ক্ষুদে সাঁতারু এখন ঢাকায় চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। নির্ধারিত মূল্য চেয়ে অতিরিক্ত মূল্য রাখায়ও মূল্য তালিকা না থাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। মাতৃছায়া হাসপাতালকে কে ২০হাজার টাকা জরিমানা। চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর  হামলায় কিশোরের মর্মান্তিক মৃত্যু// লেকের পানি থেকে উদ্ধার  সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান মতলবে ৫ সন্তানের জননী কে হত্যা // সেপটি ট্যাংকি  থেকে লাশ উদ্ধার // ঘাতক স্বামী পলাতক  মতলব উত্তরে বিভিন্ন স্থানে পথসভায়  ইনসাফ ও ন্যায়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদা

ওএমএস’র চাল বিক্রয়ে শৃঙ্খলা ও সামাজিক দুরত্ব নিয়ন্ত্রণে ব্যর্থ কর্তৃপক্ষ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ১২৩ বার পঠিত হয়েছে

ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় বিভিন্ন স্থানে ওএমএস’র চাল বিক্রয়ে বিশৃঙ্খলা ও সামাজিক দুরত্ব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা বাজারে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে চাল বিক্রয়ে বিশৃঙ্খলা ও স্বজনপ্রীতিসহ নানান অভিযোগের কথা জানান স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুটিতলা মোড়ে ওএমএস’র চাল ক্রয়ের জন্য বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে শতশত নারী পুরুষ। নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চাল বিক্রি করা হচ্ছে।

তবে, র্দীঘ সময় দাঁড়িয়ে থেকেও চাল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কার্ডধারীরা। ১০ টাকা কেজি দরে চাল কিনতে আসা ক্রেতারা জানান, ঝুটিতলা বাজারে তিনটা ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে একস্থান থেকে চাল বিক্রি করায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না। বিশ^ স্বাস্থ্য সংস্থা ঘোষিত, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারিভাবে বিপুল প্রচার ও কঠোর নির্দেশনা থাকলেও তা ভেস্তে যাচ্ছে। ওএমএস’র চাল কিনতে গিয়ে সব নিরাপত্তা ভেঙ্গে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে চাল কিনতে আসতে বাড়তি যাতায়াত খরচ এবং দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া অনেকেই ২/৩ দিন এসেও চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রতিদিন ১০০টি করে কার্ড জমা নিয়ে চাল বিক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে উক্ত ডিলার। এক্ষেত্রে স্বজনপ্রীতিরও অভিযোগ উঠেছে। তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের নিয়ন্ত্রণে শৃঙ্খলভাবে চাল বিক্রি করা হলে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে।
ওএমএস’র ডিলার রঞ্জুুয়ারা বেগম জানান, আমরা নিয়ম অনুযায়ী চাল বিক্রি করছি। তবে ক্রেতাদের উপচে পড়া ভীড় এবং সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com