ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমির হোসেন, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, অর্থ সম্পাদক নাজমুল হক মজুমদার মিঠু, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের মাস্টার, জাকির হোসেন বাটা ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় দোয়া-মিলাদ। এছাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের উপর আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়।