ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার আটোমোর গ্রামে ফজলুর রহমান নামে এক নিরীহ কৃষকের ভুট্টা গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাতে কে বা কাহারা শত্রুতার জের ধরে ওই কৃষকের ২০ শতাংশ জমির বেশকিছু ভুট্টা গাছ কেটে দেয়।
ক্ষতিগ্রস্থ কৃষক ফজলুর রহমান জানান, বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে চলতি মৌসুমে ২০ শতাংশ জমিতে ভুট্টার আবাদ করেছি। বৃহস্পতিবার রাতে কে বা কাহারা শত্রুতার জের ধরে আমার জমির ভুট্টা গাছ কেটে দেয়। এ ঘটনায় কৃষক ফজলুর রহমান তার কষ্টার্জিত ভূট্টার আবাদী হারিয়ে দিশেহারা হয়েছেন এবং নিন্দনীয় এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।