ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার আটোমোর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান আর নেই (ইন্নালি…… রাজিউন)। তিনি বুধবার রাতে বাধ্যর্ক জনিত কারনে নিজ বাড়ীতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। বৃহস্পতিবার উপজেলার আটোমোর গ্রামে মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানের জানাযা শেষে রাষ্ট্রীয় সম্মননা গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন। পরে আটোমোর গ্রামে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী,১ ছেলে ৩ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো.ইসমাইল হোসেন মিয়াজী,ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা,চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক মো. কামাল পারভেজ মিয়াজীসহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।