ওমর ফারুক সাইম, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. শাহআলম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এম. ইসলাম পাটওয়ারী মোহনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মুক্তার খান, ছিদ্দিকুর রহমান মেম্বার, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম মেম্বার প্রমুখ।
এসময় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন চৌধুরী সোগাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন, জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আক্তার হোসেন সোহেল ভূইয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।