স্টাফ রিপোর্টার ॥
কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের ফতেবাপুর সরকার বাড়ির মুক্তিযোদ্ধা হাবিব সরকারের উপর হামলার ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ মর্মে জানাগেছে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা হাবিব সরকার বাড়ির পূর্বপাশ দিয়ে বাড়িতে আসার সময় একই গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের উস্কানিতে ছিদ্দকুর রহমান মুক্তিযোদ্ধা হাবিব সরকারকে অকথ্যভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন অংশে জখম করে। এবং ভবিষ্যতে যেখানে পাবে সেখানে হত্যা করে লাশ ঘুম করার হুমকি প্রদর্শন করে। সোমবার রাতে মুক্তিযোদ্ধা হাবিব সরকার একই গ্রামের মাওলানা দেলোয়ার হোনের ও মালিগাঁও গ্রামের মৃত আলী মিয়ার ছেলের সাথে ছিদ্দিকুর রহমানকে বিবাদী করে লিখিতি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন ফতেবাপুর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের মাদ্রাসার সামনে তার ৭ শতক জমি রয়েছে। মাওলানা দেলোয়ার হোসেনের মাদ্রাসা সংলগ্ন জমি মুক্তিযোদ্ধা হাবিব সরকারের কবরস্থানের নামে দান করিয়া দেয়। ওই জমি নিয়ে মুলত মাওলানা দেলেয়োর হোসেন ও ছিদ্দিকুর রহমানের সাথে মুক্তিযোদ্ধা হাবিব সরকারের বিরোধ ।
এ ব্যপারে ছিদ্দিকুর রহমান বলেন মুক্তিযোদ্ধা হাবিব সরকার মাদ্রাসার গেটে কবরস্থানের জন্যে জমি দান করে দিয়েছে। এ নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এবং সামন্য ধাক্কাধাক্কি হয়েছে। মুক্তিযোদ্ধা হাবিব সরকার প্রশাসনের নিকট আইনী সহায়তা প্রদানের দাবী জানান।