ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামে অভিনব কায়দায় সিধঁ কেটে এক রাতে ৪ বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে পালাখাল গ্রামের বরকান্দাজ বাড়িতে রেনুজা বেগম,আবু ছালেহ ও ইউসুফ বরকান্দাজের গৃহে সিধ কেটে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় খবর পেয়ে গতকাল রবিবার সকালে ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয় ও কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।