সুুমন আহমেদ :
কঠোর লকডাউনের প্রথম দিনেই ফাঁকা রয়েছে মতলব উত্তরের পথঘাট। রাস্তায় দু’একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। বন্ধ রয়েছে শহরের সব মার্কেট। শহরে এখন সুনসান নীরবতা।
সকালে ছেংগারচর বাজার চাররাস্তা, সুজাতপুর বাজার, নাউরী, নতুন বাজার, ষাটনল’সহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। ঔষধ এবং মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাটও বন্ধ দেখা গেছে। কাঁচা বাজার খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল কম। যারা এসেছিলেন তারা কেনাকাটা করে ঘরে ফিরতে গিয়ে যানবাহন না পেয়ে বিড়ন্বনায় পড়েন। কড়া খরতাপের মধ্যেই চলাচল করতে দেখা যায় মানুষকে।
উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কেউ রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন।
এছাড়া উপজেলার ছেংগারচর বাজার এলাকায় পুলিশ সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের বহর টহল দিতে দেখা যায়।