মানিক দাস // কঠোর লকডাউনে ১১ দিন বন্ধ থাকার পর সারাদেশের ন্যায চাঁদপুরেও খুলে দেয়া হয়েছে দোকানপাট,শপিংমলসহ সব ধরনের মার্কেট। রবিবার ২৫ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এসব দোকানপাটের সাটার খোলা হয়েছে। এ জন্য সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন দোকানিরা।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ব্যবসায়ীদের কথা চিন্তা করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে।
সকাল ৯ টার দিকে চাঁদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মার্কেট কর্তৃপক্ষ ও দোকানিরা দোকার খোলছে। চাঁদপুর শহরের বড় বড় মার্কেটগুলোর প্রধান গেটে ক্রেতারা দাড়িয়ে রয়েছে।আর মার্কেটের ভেতরে দোকানিরা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। মার্কেট গুলোতে দোকানপাট সকাল ৯টা থেকে খুলেছেন দোকানিরা। সেসব দোকানে স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা দেখা যায়নি। তার পরও দোকানিরা তাদের প্রতিষ্ঠানে স্বাস্হ্যবিধি মেনে চলুন এমন সাইনবোর্ড লিখে ঝুলিয়ে রেখেছে।
চাঁদপুর শহরের নিউ মার্কেট, পূরবী সপিং কমপ্লেক্স, রেলওয়ে হকার্স মার্কেট, হাকিম প্লাজা, সেবা সিটি সেন্টার, তালুকদার প্লাজা, শেখ ম্যানসন, মিয়া ম্যানসন, প্রিয়াং সপিং সেন্টার, মদিনা মার্কেট, সৌদিয়া প্লাজা, মীর সপিং সেন্টার, টাউন হল মার্কেট সহ সকল মার্কেটের ব্যবসায়ীদের মুখে যেন মার্কেট খুলেদেয়ায় হাসি ফুটে উঠেছে। তারা আশাবাদ ব্যাক্ত করে বলেন, সরকার কঠোর লকডাউন শিথিল করে ঈদুল ফিতরের আগে মার্কেট খুলে দেয়ায়র আমরা আনন্দিত। এবছর ঈদকে সামনে রেখে আমরা বেচা বিক্রি করতে পারবো।