জেলা প্রতিনিধি, চাঁদপুর
কুমিল্লা এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং (৩৩ পদাতিক ডিভিশন) মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেছেন, আমাদের প্রথম কাজই হচ্ছে মহামারীর মধ্যে কাজ করা। সেনাবাহিনী কঠোর হলে কি হবে মানুষ যদি সচেতন না হয়। এর জন্য কোন দল নেই, মত নেই। প্রত্যেক নিজ নিজ যায়গা থেকে মানুষকে সচেতনতা করতে হবে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলি/চলাচলে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেন, আমাদের উদ্দেশ্য কিন্তু মারা বা লাঠিচার্জ করা নয়। আমাদের কাজই হচ্ছে মানুষকে সচেতন করা। আমাদের কাজ বেশামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা। আপনারা কি চান আমাদের বলবেন। আমরা প্রজাতন্ত্রের সেবক। বৃহত্তর সার্থে প্রশাসন যা চাইবে আমরা তাই করবো। এখন যে করেই হোক জনগনকে বুঝাতে হবে। জরিমানা দিয়ে বাঙালিকে বুজানো যাবে না।
তিনি আরও বলেন, যে মহামারী আজ ছড়িয়ে পড়েছে এটা রাষ্টিয় সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। আমরা করোনাকালীন সময়ে ঘরে থাকার কথা ছিল কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় আমরা বাইরে ঘুরেফেরা করেছি। আমাদের বুঝা উচিত ছিল পরিবারের একজন আক্রান্ত হলে অন্যরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রত্যেকটি মানুষের উদ্দেশ্য হওয়া উচিত দেশকে সেবা করা। সবাই মিলে আমরা সরকারের নির্দেশনা মেনে চলবো।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান ( কমান্ডার ৪৪ পদাতিক বিগ্রেড), কর্ণেল ইমরুল কায়েস চৌধুরী (এডিএমএস কুমিল্লা), বিগ্রেডিয়ার মো. আদিল চৌধুরী (কমান্ডেন্ট এসএমআই কুমিল্লা), লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. হাবিব উল করিম, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুবুল আলম লিপন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।