বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আশুলিয়ার বাইপাইল ব্রিজের নিচের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবককে আটক করেছে র‍্যাব নওগাঁয় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে গণধর্ষণ; দুইজনের যাবজ্জীন মতলব উত্তরে নবাগত উপজেলা প্রকৌশলীর যোগদান ৭২ ঘন্টার ব্যবধানে  ডাকাতিয়ায় ডুবে কলেজ ও স্কুল ছাত্রের মৃত্যু // সোয়া ঘন্টার মধ্যে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার বিজয়ী এর উদ্যোগে হুইল চেয়ার বিতরন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় সম্পদ- তানিয়া খান চাঁদপুরে দুরারোগ্য রোগীদের মাঝে দেড় কোটির টাকা চেক প্রদান চাঁদপুরের মতলব উত্তরে বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরি করে তাদের সংসার চলে বাঁশ শিল্পীদের  মুন্ডা চিরায়ত সংঙ্গীত প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালবৈশাখী ঝড়ে কচুয়ায় বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক কৃষানীর মৃত্যু 

করোনায় মা হারালেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৮ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক,
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

১৮ সেপেটম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় শেফালী বিশ্বাসের পাশে ছিলেন তাঁর মেয়ে অপুও। মায়ের মৃত্যুর খবরটি আজ শুক্রবার সকালে অপু নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

শেফালী বিশ্বাসের মরদেহ আজ নিয়ে যাওয়া হয় বগুড়ায়। তবে তাঁকে শহরের কাটনারপাড়ার এসকে লেনে তাঁর নামে গড়ে তোলা ‘শেফালী ভবন’-এ নেওয়া হয়নি। করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়ার কারণে ভিড় এড়াতে সরাসরি মরদেহ করোতোয়া নদীতীরের ফুলবাড়ী মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেলা দেড়টার দিকে ছোট মেয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে শেফালী বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য আয়োজনের দায়িত্বে থাকা বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী  জানান, পরিবারের পক্ষ থেকে তাঁকে বলা হয়েছে, শেফালী বিশ্বাস ফুসফুসজনিত সমস্যা ছাড়াও শারীরিক নানা সমস্যা নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে করোনা পরীক্ষা করানো হলে ফল ‘পজিটিভ’ আসে। এ ছাড়া শেফালী বিশ্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছিল। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দিবাগত রাত দেড়টার দিকে তিনি ইহলোক ত্যাগ করেন।

শেফালী বিশ্বাস তাঁর ছোট মেয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঢাকায় থাকতেন। বগুড়ায় এলেই তিনি উঠতেন শেফালী ভবনে। কিন্তু শেফালী ভবনে স্বজনদের ভিড় থাকলেও সেখানে আসতে পারলেন না শেফালী বিশ্বাস।

সাত বছর আগে বাবা উপেন্দ্রনাথ বিশ্বাসকে হারিয়েছেন অপু। এবার হারালেন মা শেফালী বিশ্বাসকেও। অপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেফালী বিশ্বাসের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল বলে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, উপেন্দ্রনাথ বিশ্বাস ও শেফালী বিশ্বাস দম্পতির ছিল তিন মেয়ে ও এক ছেলে। সবার ছোট চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপুর একমাত্র ভাই উত্তম কুমার বিশ্বাস বগুড়া শহরের কাটনারপাড়া এসকে লেনের বাড়িতে থাকেন। অপুর বড় বোন মিলি বিশ্বাস বগুড়ায় এবং ছোট বোন লতা বিশ্বাস ভারতের শিলিগুড়িতে বসবাস করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com