বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ২৮ ডিসেম্বর নোরার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি আইসোলেশনে আছেন। মানছেন সব ধরনের বিধিনিষেধ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নোরার মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা আইসোলেশনে রয়েছেন।
সম্প্রতি নোরার একটি অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছিল নেটমাধ্যমে। সেই ছবিগুলো যে আসলে পুরনো, সে কথাও স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে সেই বিবৃতিতে। বিবৃতিতে জানানো হয়েছে, বিগত কয়েক দিন বাড়িতেই ছিলেন অভিনেত্রী।
নোরা ফতেহি নিজেও ভক্তদের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরে শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সবাই দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পড়ুন। যে কোনো মানুষেরই এই রোগটি হতে পারে। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যকে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সবাই নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।
বলিউডে একের পর এক করোনায় আক্রান্তের খবর বাড়ছেই। গতকাল বুধবার অর্জুন কাপুর ও অংশুলা কাপুরের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা কাপুর খান ও অমৃতা অরোরা। সোনম কাপুরের বোন রিয়া কাপুর ও তার স্বামী করণ বুলানিরও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।