মানিক দাস//
চাঁদপুরে করোনা স্যাম্পল সংগ্রহকারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল মিলেক মিয়াজি করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ৩হাজার ৫শত ৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।বর্তমানে রিপোট অপেক্ষমান ৭শত ৬৫জনের। শনিবার ৯৯জনের রিপোট এসেছে। তার মধ্যে ৪৫জনের রিপোট পজেটিভ এসেছে।করোনা নমুনা সয়গ্রহ কারি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট আব্দুল মালেক মিয়াজি নিজে একজন করোনা যুদ্ধা হিসেবে করোনার শুরু থেকে উপসর্গ নিয়ে অসুস্থ ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়ে পরেন।
আব্দুল মালেক মিয়াজি জানান,গত ৩০মে তিনি করোনা পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠান।৮জুন রিপোর্ট পজেটিভ আসে। সেই থেকে এখন পর্যন্ত তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। ১৬ জুন দ্বিতৃয় নমুনারপাঠালে পরদিন রিপোর্ট নেগেটিভ আসে।
শনিবার হাসপাতালে তিনি ডাক্তার দেখাতে আসলে আরো জানান,সুস্হ্য থাকাবস্হায় অর্থাৎ করোনা শুরু থেকে (১৯মার্চ) ৮ জুন পর্যন্ত তিনি তার সহযোগীদের নিয়ে ৫ শতাধিকেরবেশি করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করেছেন।এ নমুনা সংগ্রহ করতে গিয়ে আব্দুল মালেক মিয়াজি নিজেই করোনায় আক্রান্ত হয়ে পরেন।তিনি এখন সুস্থতা বোধ করছেন। তাই চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত আরোগ্য লাভ করে পূর্বের ন্যায় সবার সাথে একত্রে মিলে মুশে কাজ করতে পারেন। আব্দুল মালেকই প্রকৃত করোনা যোদ্ধা। কেননা রোগীদের সেবা দিতে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হয়ে পরেছিলেন।