স্টাফ রিপোর্টার: আজ সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর আব্দুর জব্বার নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমারখালী জেএন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ২৪ নভেম্বর আব্দুর জব্বার নিখোঁজ হন। এ ঘটনায় তার ছেলে হুমায়ন কবির কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।