আনোয়ার হোসেন আনু
পটুয়াখালীর কুয়াকাটায় কৃষি জমি গভীর খনন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কুয়াকাটার নবীনপুর গ্রামের বালু ব্যবসায়ী রুহুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বালু কাটায় ব্যবহ্নত ড্রেজার মেশিন ও যন্ত্রপাতি জব্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন।
এর আগেও রুহুল আমীনের বিরুদ্ধে কৃষি জমি থেকে বালু কাটার একাধিক অভিযোগ করেন স্থানীয় ভূক্তভোগি মানুষ। এরপরও রুহুল আমিন কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু কেটে আসছিলো।