মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে জাটকা বিরোধী অভিযান চালিয়ে দশানী এলাকায় এমভি সম্পদ থেকে ৮০ কেজি জাটকা ইলিশ আটক করেছে মতলব উত্তর কোস্টগার্ড সদস্যরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে মেঘনা নদী থেকে এ জাটকা ইলিশ আটক করা হয়। অভিযানের নেতৃত্বদেন কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুুল মালেক।
তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এমভি সম্পদ লঞ্চ থেকে ৮০ কেজি জাটকা ইলিশ আটক করতে সক্ষম হই। যার বাজার মূল্য প্রায় ২৪ হাজার টাকা।
তিনি আরো জানান, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হইতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি। আটককৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় ও দুুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।