আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিণ উপজেলায় মৎস অধিদপ্তরের অর্থায়নে পুনর্বাসন প্রকল্পের আওতায় স্থানীয় জেলেদের বিতরকৃত মরে যাওয়া ১৪টা ছাগলসহ মোট ৪৪টি ছাগল বিতরণ করা হয়। ২ মার্চ বুধবার দুপুর দুইটায় উপজেলা মৎস্য কার্যালয়ের চত্বরে সুবিধাভোগী জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মজুমদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফ সিদ্দিকী ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা প্রমুখ। গত ২৬ জানুয়ারী জেলেদের মাঝে ৩০টি ছাগল বিতরন করা হলে মাত্র ৭ দিনের মধ্যে ১৪ টি ছাগল মরে যায় সেই সংবাদ জনপ্রিয় অনলাইন পত্রিকা প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পরে ১৪ টি ছাগল মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্তে সত্যতা পাওয়া যায় ।
পরে জেলেদের মৃত ১৪টি ছাগল পুনরায় দেওয়া হবে জানিয়েছিলেন মৎস কর্মকর্তা । তারই ধারাবাহিকতায় মরে যাওয়া ১৪ ছাগলসহ মোট ৪৪টি ছাগল বিতরন করা হয় । এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, পশু ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় সুবিধাভোগী জেলের প্রত্যেককে সুস্থ ও সভল দুইটি করে ছাগল বিতরন করা হয়েছে । মরে যাওয়া ছাগলের পরির্বতে আবারও ছাগল বিতরন করায় নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হককে ধন্যবাদ জানিয়েছেন জেলেরা ।