মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জেলা ক্যাবের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ  চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ

খালেদা জিয়াকে লন্ডনে নিতে চায় পরিবার

  • আপডেটের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ১০১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে এবং ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। আর অনিয়মতান্ত্রিক ডায়াবেটিসের কারণে চিকিৎসক, পরিবার এবং দলের নেতাকর্মীদের মাঝে দুশ্চিন্তা ভর করেছে।

এই অবস্থায় খালেদা জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যেতে চাইছেন। আবার অনেকে বলছেন, পরিস্থিতি বিবেচনা করে বেগম জিয়াকে সিঙ্গাপুরেও নেয়া হতে পারে। তবে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন বলে জানা গেছে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক এ অবস্থায় তার পরিবার চাচ্ছে তাকে যে কোনোভাবে বিদেশে নিয়ে যেতে। এর মধ্যে তাদের প্রথম চাওয়া হচ্ছে লন্ডনে নিয়ে যাওয়া।

আবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে অনেকে আবার এই মুহূর্তে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিতে চাইছেন। এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিতে প্রায় ১২ ঘণ্টার কষ্টসাধ্য যাত্রার বিষয়টি বিবেচনা করে তারা এমন পরিকল্পনা করছিলেন। কিন্তু তাতে খালেদা জিয়ার তেমন সায় মিলছে না।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। আর খালেদা জিয়াকে বিদেশে নেয়া বা না নেয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার সুবিধা দেয়ার জন্য সরকারের সাথে যোগাযোগ রক্ষা করছেন তার পরিবার ও দলের নেতারা। সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দিলে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হবে। দলের একজন আইনজীবীকে দিয়ে সেই আবেদন তৈরি করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, এখনো কোনো আবেদন জমা দেয়া হয়নি। তবে তাদের প্রস্তুতি রয়েছে।

অন্যদিকে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে এবং শারীরিক খোঁজ নেয়ার জন্য বুধবার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দারসহ তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে চিকিৎসা করছেন। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com