ঢাকা জেলা প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সাধারণ ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী রনি আহমেদকে সভাপতি এবং একই বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাহবুবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১ টায় গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আগামী ১ বছরের জন্য গণ বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র পরিষদের নবগঠিত এ কমিটির অনুমোদন দেন উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জান্নাতুল ফেরদৌস জিবু, সহ-সভাপতি শারমিন কবিতা, কামরুল হাসান, আলামিন, ছাব্বির খান। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছে নাজমুল হাসান, মিল্টন মন্ডল, আশরাফুল আলম, সাদিয়া সুলতানা সুমা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সুধির সরকার, মুশফিকুর রহমান শাওন, স্নিগ্ধা মাহবুব, সিজানুর মাহমুদ পল্লব।
এছাড়া প্রচার সম্পাদক মহিউদ্দিন সুজন, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ ও দপ্তর সম্পাদক আনন্দ দ্রুতি, উপ-অর্থ ও দপ্তর সম্পাদক সিফাত জামিল, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শ্রাবন্তী আফরোজ ইতি, উপ-শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোস্তফা আল মুজাহিদ, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খালিদ হাসান, উপ-তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক এস.এম সুমন, আইন বিষয়ক সম্পাদক মেরাজ তালুকদার, উপ-আইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অবিচল চাকমা, উপ-পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মুহরিয়েল শেখ।
কমিটি গঠনকালে সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অ্যালামনাই এর সভাপতি ডা. কবির উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক ডা. এম হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, আমিনুল ইসলাম, ডা. ইফতেখার এনাম মেবিন, এস.আই আতাউল মাহামুদ বাবু, শরীফুল ইসলাম রতন, গবিসাস এর প্রতিষ্ঠাতা আসিফ আল আজাদ, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শামিম হোসেন, গণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান নির্বাচিত ভিপি মোঃ জুয়েল রানাসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে গণ বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্যের দাবিতে আন্দোলনের পূর্বে শিক্ষার্থীদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত হয় সাধারণ ছাত্র পরিষদ।