ব্যাবসায়িক সফলতা এবং কৃষিতে কিটনাশক ব্যাবহারে সঠিক পদ্ধতি অবলম্বনে ডাসকোর মিটিং।
সুটন সরদার :
বাংলাদেশ এখন উন্নতির শেখরে,শিক্ষা,চিকৎসা,বস্ত্র ও বিদ্যুতের পাশাপাশি প্রযুক্তির ব্যাবহারে ব্যাপক উন্নয়ন ঘটেছে কৃষিতেও। কৃষির উন্নয়নে দেশের অভ্যন্তরে কাজ করে চলেছে কৃষি মন্ত্রনালয় ও সম্প্রসারন অধিদপ্তর
। আজ সকালে ডাসকোর মিটিংয়ে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ৭নং দেউপাড়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা,প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ রাজশাহী জেলা এবং সভাপতি বাংলাদেশ ইউনিয়ন বিষয়ক ফোরাম রাজশাহী জেলা শাখা।৭নং দেউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো,আক্তারুজামান আক্তার।
উক্ত মিটিংয়ে কৃষকদের সার্বিক সহোযোগীতা,প্রযুক্তির সঠিক ব্যাবহার এবং নতুন নতুন বীজ বপন ও রপন এবং সঠিক মাত্রায় কীটনাশক ব্যাবহারে কৃষির সম্প্রসারন করার জন্য উৎসাহ প্রদান করেন।এছাড়াও যে সকল কৃষক ও চাষী কীটনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন না,তাদেরকে সঠিক মাত্রায় কীটনাশক ব্যাবহার পদ্ধতি জানিয়ে কৃষকের পারিবারিক উন্নতি ও কৃষি সম্প্রসারন ঘটিয়ে দেশের উন্নয়ন,এবং দল বল নির্বীশেষে এক হয়ে সকলকে কাজ কারার উৎসাহ দান করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।