মানিক দাস ॥ চাঁদপুর মডেল থানা পুলিশের মোবাইল টেকনোলজির মাধ্যমে গ্রাহকের ১০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল পুলিশ। চাঁদপুর মডেল থানা পুলিশের সুত্রে জানায়, অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিনের নির্দেশে এস আই পলাশ বড়ুয়া সঙ্গীয় ফোর্সে সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল টেকনোলজির মাধ্যমে চাঁদপুর থেকে পাঠানো বিকাশের ১০ হাজার টাকা ভৈরব থেকে উদ্ধার করেছে।
গত ২১ ফেব্রুয়ারী টাকার প্রকৃত মালিক মধ্য শ্রীরামদী পুরানবাজারের জামাল কে চাঁদপুর মডেল থানায় ডেকে এনে তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, পুরান বাজার মধ্য শ্রীরামদীর এক বিকাশে দোকান জামাল ১০ হাজার টাকা পাঠানোর জন্য গেলে তার দেওয়া নাম্বার ভুল হওয়ার কারণে ভৈরবে আরেক বিকাশের দোকানের নাম্বারে চলে যায়। পরে জামাল চাঁদপুর সদর থানার এসে সাধারণ ডাইরি করে। যাহার জিডি নাম্বার ১০৩৯। এ জিডির সূত্র ধরেই এসআই পলাশ বড়–য়া ওই টাকা উদ্ধার করে।