চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে ঘোষপাড়াস্থ স্বর্গীয় শ্যাম সুন্দরদের বাড়িতে বাৎসরিক শ্রী শ্রী বাসন্তী পুজা অনুষ্ঠিত হয়েছে, ২০ এপ্রিল মঙ্গলবার সারাদিন ব্যাপি নানা ধর্মীয় আচার বিধি পালনের মাধ্যমে এ পুজা সম্পন্ন হয়, সনাতন ধর্মাবলম্বীদের মতে এ বাশন্তী পুজা মা দুর্গার কালের বোধন যাহা সর্বজন পরিচিত রাজা রাবন ও অনেক মুনিবর এ তিথিতে বাসন্তী পুজা করা হতো, ত্রেতা যুগে রাবনকে পরাজিত করার জন্য রামচন্দ্র দেব শরৎকালে মা দুর্গার আরাধনা করে বর প্রাপ্ত হইয়া রাবন কে পরাজিত করে সিতাকে উদ্ধার করেন যাহা পরবর্তীতে সনাতন ধর্মাবলম্বীরা অকালবোধন দুর্গাপূজা হিসাবে উদযাপন করেন।
উক্ত পুজা অনুষ্ঠিনে চাঁদপুরের বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। পুজা পরিষদ চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক রনজিৎ সাহা জানান, আমরা করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহন । উক্ত পুজাঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পুজা পরিষদ চাঁদপুর জেলা শাখার, সমাজ কল্যান সম্পাদক লিটন সাহা, সদস্য তাপস রায়,জুয়েল কান্তি সাহা নন্দু, ঝন্টু বিশ্বাস সুমন কর্মকার। এ ব্যাপারে পুজারি সুকান্ত দে জানান আমর দাদু প্রায় ৪৭ বছর আগে এ পুজা করে আসছে আমরা তারই ধারাবাহিকতায় এ পুজা করে আসছি।