নিজস্ব প্রতিবেদ।।
পহেলা জুন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অফিস চট্টগ্রাম এর উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃমোঃ আতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, জেলা মৎস্য কর্মকতা শ্রীবাস চন্দ্র চন্দ, চিটাগাং ডেইরী ও ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মালিক মুহাম্মদ ওমর।
অতিরিক্ত জেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফ্রিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলমগীর।
ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র/ছাত্রী, অভিভাবক, ক্যাব নেতৃবৃন্দ, সাংবাদিক, খামারীদের প্রতিনিধি ও সরকারী-বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহন করেন।
ক্যাব এর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে সফল অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রাণিসম্পদ অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জনস্বার্থ বিষয়ে যে কোন আয়োজনে ক্যাব সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।