স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গোপাল জিউর আখড়ায় সনাতনধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে।২৪ আগষ্ট শনিবার দিনব্যপী এসব আয়োজন হয়।অনুষ্ঠানে সকাল ৭ টায় পূজা ও বাল্যভোগ,দুপুর সাড়ে ১২ টায় ভোগরাগ,সাড়ে ৩ টায় ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা,সন্ধ্যা ৬ টায় শঙ্খধ্বনি,হরিধ্বনি,উলুধ্বনি প্রতিযোগিতা,৭ টায় সন্ধ্যা আরতি,রাত টায় গীতি নাট্য কংশবধ এবং সবশেষে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী পর্ব ও প্রসাদ বিতরনের মাধ্যমে আয়োজন শেষ করা হয়।
এ সময় অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন,পৌর ১০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রাথী সুমন সরকার জয়,ব্যবসায়ী পরেশ মালাকার,গোপাল জিউর আখরা মন্দির কমিটির সভাপতি দুলাল কর্মকার,সাধারন সম্পাদক চিররঞ্জন রায়,সাংগঠনিক সম্পাদক বাপ্পি পাল,কোষাধ্যক্ষ মনোরঞ্জন ঘোষ,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়,দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শ্যামল সরকার প্রমুখ।