বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ১নং গাজীপুর ইউনিয়ন জেলেদের মাঝে ২ টিপে ৮০ কেজি করে চাউল বিতরনে উদ্ভোদন করেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী।
আজ সোমবার গাজীপুর ইউনিয়ন পরিষদে ৬৫৮ জন জেলেদের মাঝে এ চাউল বিতরণ করা হয়। চাউল বিতরনকালে ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমার ইউনিয়নে ৮১২ জেলে কার্ড ছিল এ বছর ১৫৪ জন জেলের নাম কেটে দিয়েছে। আমার ইউনিয়নে প্রত্যেকে চাউল পাওয়ার যোগ্য কিন্তু সে পরিমানে বরাদ্দ পাইনি। যার ফলে জেলেদের মাঝে হাহাকার বিরাজ করছে। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসহায় জেলেদের মাঝে খাবার পৌছে দেওয়া হবে। কোন জেলেই বাদ পড়বে না।
এ সময় উপস্থিত ছিলেন টেক অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মজিবুর রহমান, মৎস্য অফিসের প্রতিনিধি মোঃ হাফিজ, সচিব নির্মল পাল ও জেলে প্রতিনিধি হুমায়ুন কবির।