চাঁদপুর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৫ এপ্রিল ২ এপ্রিল রবিবার, সকাল ৬.টায় সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম হাজিগঞ্জ থানাধীন পশ্চিম মকিমাবাদ গাইন বাড়িস্থ বসতঘর তল্লাশি করে মাদকসম্রাট মোঃ সোহেল হোসেন (৩০),পিতা- মৃত মনতাজ উদ্দিন, মাতা-মৃত রানু বেগম, ও মাদক কারবারি মোঃ কবির হোসেন(২৭)( পলাতক) পিতা-মেন্দু মিয়া, মাতা-হাজেরা বেগমকে দেহ ও বসতবাড়ি তল্লাশি করে যথাক্রমে ২৬শ’পিস ইয়াবাসহ সোহেল হোসেন কে গ্রেপ্তার করা হয়। এদিকে রেইডিং টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি কবির হোসেন দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন,এ বিষয়ে সহকারী পরিচালক জনাব এ,কে,এম দিদারুল আলম।এ ব্যাপারে সহকারি পরিচালক বাদী হয়ে হাজিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়েরের করেছেন বলে জানিয়েছেন তিনি। মাদকের বিরুদ্ধে তাদের আভিযান চলমান আছে।