মানিক দাস// করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়াতে এবার চাঁদপুর শহরে অনারম্ভর ভাবে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সকল কার্যক্রম স্হগিত করে তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেছে বলে জানিয়েছে পুরান বাজার জগন্নাথ মন্দির রথযাত্রা উদযাপন কমিটি। মঙ্গলবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।এর পূর্বে গত২৩ জুন প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সব ধরনের উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রার বৃহৎ অনুষ্ঠান এবার স্থগিত করা হয়।
ভারতের পুরি থেকে এই জগন্নাথ দেবে রথ যাত্রার উৎপত্তি। এ বছর চাঁদপুর শহরের পুরান বাজার জগন্নাথ মন্দিরে, মদন মোহন মন্দিরে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় যঞ্জ, দুপুরে ভোগারতি ও বিকেল ৪টায় সল্প পরিসরে জগন্নাথ দেবের উল্টো রথ টানা হয়।এ সময় উপস্হিত ছিলেন,জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল চৌধূরী,সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা,সহ সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার,জগন্নাথ মন্দিরের সাধারন সসম্পাদক ডাঃ মসহদেব দেবনাথ,অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি,মদন মোহন মন্দিরের সভাপতি ওমেশ সাহা, অনন্ত চক্রবর্তি,বিশ্বনাথ বণিক,টুটন বণিক,খোকন সাহা প্রমুখ।জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের মূর্তি লোকনাথ মন্দির থেকে জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়।মদন মোহন মন্দিরের মূর্তি তাদের মমন্দিরে রথ টেনে আনা হয়।