সানিক দাস // চাঁদপুরে এস এম ডেভলপার লিমিটেডের অফিস উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে চাঁদপুর টাওয়ার মার্কেটের তৃতীয় তলায় নতুন এই অফিসের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন এসএম ডেভলপার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মতিন কাজী, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন সোহাগ, পরিচালক জয়নুল আবেদীন সোহেল, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল , চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, হকার্স মার্কেটের ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম পায়েলসহ চাঁদপুর টাওয়ার মার্কেটের ব্যবসায়ী বৃন্দ ।
এসময় কোম্পানির কর্তৃপক্ষ জানান, আমাদের কোম্পানি সব সময়ই মানুষের ক্রয় সাধ্যের ও নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করে থাকে। এবং কাজের গুণগত মানের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে।