মানিক দাস ॥ চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে আবারও কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির জেলা হিসেবে চাঁদপুরে মাঠে নেমেছেন পুলিশ সদস্যরা। ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশমতে চাঁদপুর সদর এএসপি সদর সার্কেল স্নিগ্ধা সরকারের নেতৃত্বে চাঁদপুর শহরে সচেতনতামূলক প্রচার অভিযান করা হয়েছে।
শহরের শপথ চত্বর এলাকার পুলিশ বক্সের সামনে থেকে শুরু করে কালী বাড়ি মোড়, কোর্ট স্টেশন প্লাট ফর্ম, হকার্স মার্কেট সহ বিভিন্ন মার্কেটে প্রচার-প্রচারণা করা হয় যেন সরকারের নির্দেশনা প্রজ্ঞাপন অনুযায়ী রাত ৮টার মধ্যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল প্রতিষ্ঠান শপিং মল ও মার্কেট বন্ধ রাখতে হবে। ব্যবসায়ীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দূরত্ব বজায় রেখে ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী বিক্রি করে।
এ সময় যেসব জনসাধারণের কাছে মাস্ক ছিল না বিনা মূল্যে তাদের কাছে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের দূরত্ব বজায় রাখতে রং দিয়ে বৃত্তাকার চিহ্ন্ একে দিয়েছেন চাঁদপুর সদর সার্কেল ¯িœগ্ধা সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ পুলিশ সুপার শেহরিন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সহ পুলিশ সদস্যরা।