চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে দাবা লীগের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়ন ভবনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।
উদ্বোধকের বক্তব্যে পুলিশ সুপার বলেন, এই লীগটি আরো আগে করার কথা ছিলো। কিন্তু পারিপার্শ্বিকতার কারনে একটু দেরি হলো। দেরিতে হলেও আমরা শুরু করতে পেরে আনন্দিত। দাবা খেলাটি খুব বুদ্ধির খেলা। খুব বড় পরিসরে এই খেলা খেলতে হয় না এটা একটা সুবিধা।
তিনি আরো বলেন, চাঁদপুরের মানুষের অনেক বুদ্ধি রয়েছে। এখেলাতে সেইসব বুদ্ধি কাজে লাগালে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ক্ষুদে খেলোয়ারদের জন্যে এই খেলার অনেক সুযোগ রয়েছে। দাবা খেলা একটি আন্তর্জাতিক স্বীকৃত খেলা তাই এতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, দাবা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, ক্রীড়া সংগঠক আলহাজ্ব সিরাজুল ইসলাম।