রবিবার, ১৫ জুন ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু

চাঁদপুরে বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯৩ বার পঠিত হয়েছে

মোহাম্মদ বিপ্লব সরকার :
চাঁদপুর সদরের বাবুরহাট বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়ীরা। ওই বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে ১৪ জুন রোববার থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

১৩ জুন শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেলের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। বাবুরহাট বাজার ও আশপাশের এলাকায় করোনার সংক্রমণ, আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর হার অতি সম্প্রতি ব্যাপক হারে বেড়ে যাওয়া এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ১২ জুন শুক্রবার একদিনে বাবুরহাট, পুলিশ লাইন্স ও মৈশাদী এলাকার ৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে উত্তর মৈশাদীর মৃত টেলু বকাউল (৩৫)ও রয়েছেন। তার আগের দিন একদিনে বাবুরহাট বাজার সংলগ্ন দুই বাড়ির ৩জন করোনার উপসর্গে মারা যান। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাবুরহাটের পল্লী চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, সাবেক খেলোয়াড়সহ উল্লেখযোগ্য সংখ্যক লোক অতি সম্প্রতি মারা গেছেন।

এতে আতঙ্কিত হয়ে পড়েন বাবুরহাট ও আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। স্থানীয় সচেতন মহল অবিলম্বে বাবুরহাট বাজারকে কারফিউ অথবা কড়া লকডাউনের আওতায় আনার দাবি তোলে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপর দ্রুততম সময়ে ব্যবসায়ীদের বোধদয় ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় এই সিদ্ধান্ত আনে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জানান, বাবুরহাট ব্যবসায়ী সমিতিকে অসংখ্য ধন্যবাদ। তারা রাজি হয়েছেন আগামী ২৫ জুন পর্যন্ত বাজার বন্ধ রাখতে। পুলিশ প্রত্যক্ষভাবে সহায়তা করবে তাদেরকে। বাবুর হাট বাজারের উদাহরণ নিয়েই অন্যান্য বাজারগুলো কেউ পুলিশ উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।’

তিনি আরো জানান, ‘প্রতিদিন দুপুর ২ টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে। এক্ষেত্রে ফার্মেসী খোলা থাকবে রাত ৯ টা পর্যন্ত। এছাড়া বাকি সকাল দোকান বন্ধ থাকবে এবং বাজারের মুখে সার্বক্ষণিক পুলিশের টহল টিম থাকবে।’

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com