মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

চাঁদপুরে ভুট্টা ক্ষেতে মিলল প্রবাসীর অর্ধগলিত মৃতদেহ

  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫১ বার পঠিত হয়েছে

মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেত থেকে ওসমান গনি মুন্সি (৩০) নামের এক প্রবাসীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দেবপুর চরবাকিলা গ্রামের সুকুমার চন্দ্রের চাষকৃত ভুট্টা ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওসমান গনি রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী মুন্সির ছেলে। তিনি পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে পাঁচ নম্বর। ওসমান গনি পেশায় একজন রাজমিস্ত্রী ও কাঁচা মালের ব্যবসা করতেন। কৃষক সুকুমার চন্দ্র জানান, আমি ভুট্টা ক্ষেতের পাশেই ঢেড়শ গাছ লাগিয়েছি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢেড়শ আনতে গিয়ে একটি দুর্গন্ধ পেলে আমার ভাতিজাকে ডেকে এনে ভুট্টা ক্ষেতে প্রবেশ করে দেখি মৃত দেহটি পরে আছে। নিহতের বড় ভাই শাহজালাল মুন্সি জানান, ওসমান গনি একজন মালেশিয়া প্রবাসী। গত বছর করোনার আগে ছুটিতে দেশে আসলে বিমান বন্ধ হয়ে যাওয়ায় আর যাওয়া হয়ে উঠেনি। এরপর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী পাটওয়ারী বাড়িতে বিয়ে করেন।

তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত ১২ এপ্রিল ওসমান গনি নিজ বাড়ি থেকে বেড়িয়ে দেবপুর খালার বাড়িতে আসে। সেখান থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, সিআইডি ইন্সপেক্টর আবু জাহিদ সরকার, পিবিআই ইন্সপেক্টর কবির হোসেন, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তিনি হত্যার শিকার হয়েছেন কি না পিবিআই ও সিআইডি যে আলামত সংগ্রহ করেছে তা বিশ্লেষণ করে বুঝা যাবে।’লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com