মানিক দাস // চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং ও মোবাইল কোট পরিচালিত হয়েছে।২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ নূর হোসেনের নেতৃক্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।সকালে প্রথমেই শহরতলীর আশিকাটি ইউনিয়নের বিসিক শিল্প নগরিতে নিউ লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় সেমাই উৎপাদনের বৈধতা থাকলেও বিস্কুট উৎপাদনের কোনো বৈধতা ছিলনা। তাই ঔ কারখানকে ২ হাজার টাকা জরিমানা করে শতর্ক করা হয়। শহরের ছায়াবানী মোড় এলাকার গাজী ফার্মেসী ও আখনাদ ফার্মেসীতে মেয়াদ উত্তির্ন ঔষধ পাওয়ায় পৃথক ভাবে আরো ২ হাজার টাকা সহ ৩ প্রতিষ্ঠান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে শহরের বেশ কিছু ফল দোকানিকে শকর্ক করা হয় যেন সিন্ডিকেট তৈরি করে তরমুজ কেজি দরে বিনা করা হয় সেজন্য।