চাঁদপুর প্রতিনিধি ।। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে মাল্যদান করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরর রেলি বের করা হয়।
র্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী।
জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষায়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু মাঝি, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুর রহমান (টিটি), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকার, আব্দুল মালেক চৌধুরী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রুবেল হাওলাদার (ছিডু), সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রনি, পৌর স্বেচ্ছাসেব লীগের দপ্তর সম্পাদক তুহিন গাজী প্রমুখ।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলার এর নেতৃত্বে আমরা সবাই এক ও অভিন্ন। ভিন্ন দল থেকে আসা কিছু দুস্কৃতিকারীদের দলের বিতর প্রবেশ করে আজ বিভাজন সৃষ্টি করছে। তাদের হুশিয়ারি করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যেমন দেশ স্বাধীন হয়েছে। প্রয়োজন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেকৃত্বে ভিন্ন দল থেকে আসা দুস্কৃতিকারীদের উৎখাত করা হবে।
জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী পান্না বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জের মুক্তা বেগম, শাহরাস্তির পৌর সভাপতি রাবেয়া বেগম বকুল, সদস্য হাছিনা বেগম, চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আমেনা বেগম, নারগিস, আছমা, স্বপ্না, মনোয়ারা বেগম, ময়না বেগম, নারগিস বেগম, জোস্না বেগম, শাহিনুর বেগম, রুবি, শাহীনা, লিপিসহ চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভিবিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রাবিয়া বেগম।