বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান ——ডা.একেএম মাহবুবুর রহমান কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা মুরাদনগরে পাটনার প্রকল্প সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত  সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক জিয়া সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব – এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু ডাক্তার মকবুলের ভুল চিকিৎসায় চাঁদপুরে জোহান খান ডেইরি এন্ড এগ্রো ফার্মের বিশাল আকৃতির গরুর মৃত্যু  চাঁদপুর জেলা পুলিশের অভিযানে একদিনে ইয়াবা গাঁজা ও পরোয়ানাভুক্ত ১০ জন সহ মোট ১৩ জন আসামী গ্রেফতার। কচুয়ায় চুরির ঘটনা উদঘাটন ॥ আটক ৫ বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন  কুমিল্লা নগরীর অশোকতলা এলাকা থেকে দুটি পিস্তল ও দেশী অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

চাঁদপুরে মেঘনার চরে হবে আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ১০৬ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টা :
চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত দাসাদী ও বিষ্ণুপুর মৌজার মেঘনার চারটি চরকে নিয়ে আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে ব্লু-রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেড। এই প্রকল্পের জন্য জায়গা লাগবে ৬০০ একর। ব্যয় করা হবে ৬ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটির প্রস্তাবনা অনুযায়ী এখানে জাপানের কয়েকটি বিনিয়োগ সংস্থা বিনিয়োগ করবে বলে জানা গেছে।

সোমবার (২৯ নভেম্বর) দিনব্যাপী নদী গবেষণা কেন্দ্রের গবেষক দল সাইট পরিদর্শন করে প্রকল্পের অবস্থানসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। বাংলাদেশ সরকারের নদী গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী রেজাউল করিমের নেতৃত্বে ৯ জন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইট পরিদর্শনে আসেন। আগামী ৬-৮ মাসের মধ্যে নদী গবেষণা কেন্দ্রের কাজ শেষ হবে বলে জানিয়েছেন গবেষক টিমের প্রধান কাজী রেজাউল করিম।

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে নদী গবেষণা কেন্দ্রের এই টিম স্পিডবোটযোগে প্রকল্প (প্রস্তাবিত) স্থানে যান। তারা প্রস্তাবিত প্রকল্পের চরগুলো পরিদর্শন করেন। সেখানে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মুনসুর আলম মুন্না গবেষক টিমের কাছে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জানা গেছে, ব্লু-রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম গত বছরের শেষ দিকে অর্থাৎ ২০২০ সালের ২৭ ডিসেম্বর মেঘনার কয়েকটি চরে আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র নির্মাণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক কাজ শুরু করে। এই সংস্থার সঙ্গে জাপানের কয়েকটি বিনিয়োগ সংস্থাও সংযুক্ত রয়েছে। বাংলাদেশের বেসরকারি এই পর্যটন সংস্থা আর জাপানের কয়েকটি বিনিয়োগ সংস্থা যৌথভাবে দেশে এবং বিদেশে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ার কাজে যুক্ত রয়েছে। এর সঙ্গে চাঁদপুর জেলারও কয়েকজন রয়েছেন।

প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাগর মাহমুদ বলেন, আমাদের পর্যটন সেক্টরটি এখনো পিছিয়ে আছে। এখানে আমরা পর্যটনকে ঢেলে সাজাতে চাই। অনেকেই ভাবছেন এখানে কীভাবে পর্যটনকেন্দ্র করা সম্ভব? আমার বিশ্বাস সম্ভব। আমরা এখানে আন্তর্জাতিকমানের পর্যটনকেন্দ্র করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই পর্যটন থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এখানে মানুষের কর্মসংস্থান হবে। দেশের মানুষের বিনোদনের একটি স্থান তৈরি হবে। নদী গবেষণা কেন্দ্রের কাজ শেষ হওয়ার পরপরই এই প্রকল্পের কনস্ট্রাকশনের কাজ শুরু করা হবে।

পর্যটন সংগঠক লায়ন মাহমুদ হাসান খান বলেন, পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থল চাঁদপুর। পর্যটন বিকাশে এক অপার সম্ভাবনা রয়েছে চাঁদপুরে। নদীর পাশঘেঁষে পর্যটন শিল্প গড়ে উঠলে স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের সুযোগ পাওয়া যাবে। পর্যটনশিল্পের সঙ্গে জড়িতরা তারা যদি এখনে বিনিয়োগ করেন তাহলে এই স্থানটি সারাদেশসহ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত হবে।
নদী গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, এখানে এসে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। আরও কিছু পরীক্ষা করতে হবে। এখানকার পরিসংখ্যান থেকে বলা যায় চর ক্ষয়ের সম্ভাবনা কম। তারপরও ৫ বছর পর কী হবে তা আমাদের পরীক্ষা করতে হবে। আমাদের গবেষকরা এসেছেন, তারাও এখানকার পরিবেশ-পরিস্থিতি দেখছেন। সব কিছু ঠিক থাকলে এখানে পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় নদী গবেষণা কেন্দ্রের প্রিন্সিপাল সায়েন্টেফিক অফিসার উমা সাহা, একেএম আশ্রাফুজ্জামান, মো. মতিউর রহমান মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা নয়ন চন্দ্র ঘোষ, মো. মনিরুজ্জামান, খন্দকার রাজিব আহমেদ, ওমর আলী মাইমুন, সুমাইয়া ফেরদৌস, প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সাগর মাহমুদ, ব্লু-রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. মুনসুর আলম মুন্না, মো. মাইনুল হাসান দোলন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com